কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহর বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা সাথে, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ, কাজী শাহাজান, আয়োজক আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাস। "খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" স্লোগানকে সামনে রেখে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া বল্ডফিল্ড বয়েজ একাদশ বনাম তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের প্রথমার্থে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত সময়ে উভয় দল আর কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বলফিল্ড বয়েজ একাদশ ৪ -৩ গোলে তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড একাদশের গোলকিপার তপু। খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান বাবু, সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও মাসউদ পারভেজ মিলন। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ জাহাঙ্গীর হোসেন। একই মাঠে আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া হাসপাতাল রোডের সাইফুল একাদশ বনাম বলফিল্ড বয়েজ একাদশ।