কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ফুটবল, কাবাডী খেলার মাধ্যমে ৪০তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতার জোন পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আ. রব ও কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লবসহ ক্রীড়া শিক্ষকমন্ডলী। জোন পর্যায়ে ফুটবল খেলায় জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে মুরারীকাটি দাখিল মাদ্রাসা দমদম মাধ্যমিক বিদ্যালয়কে, ইসলামপুর দাখিল মাদ্রাসা হেলাতলা মাধ্যমিক বিদ্যালয়কে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কে,এল মাধ্যমিক বিদ্যালয়কে, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসা কুশোডাঙ্গা মাদ্রাসাকে, কলারোয়া আলিয়া মাদ্রাসা মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়কে, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় লাঙ্গলঝাড়া মাধ্যমিক বিদ্যালয়কে, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়কে এবং কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কে,কে,ই,পি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাগুলি পরিচালনা করেন শিক্ষক আ. গফুর, আ. মান্নান, মো. আমিরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. তজিবুর রহমান, আ. সামাদ, শেখ সেলিম প্রমুখ। মঙ্গলবার একই মাঠে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ও কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক সমম্বন্বকারী হিসেবে ছিলেন মাহফুজা খানম ও শেখ শাহাজাহান আলী শাহিন।
কলারোয়ায় ৪০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতার জোন পর্যায়ে খেলার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট