কলারোয়া ব্যুরো: কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে মারাত্মক আহত হয়ে হাসপাতাল বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন স্বামী ফারুক হোসেন। আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা কাজীরহাট বাজার সংলগ্ন হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন (৪৫) বেশ কিছুদিন ধরে ছেলের বিয়ে নিয়ে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে অশান্তির এক পর্যায়ে ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন বাড়িতে রাখা ধারালো দা(দেশিয় অস্ত্র) দিয়ে স্বামীকে উপর্যপুরি আঘাত করায় তিনি মারাত্মক আহত হন। বিষয়টি জানতে পেরে স্থানীরা মারাত্মক জখম অবস্থায় ফারুককে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আঘাতপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়। তবে প্রকৃত ঘটনা কী সেটা জানতে আমাদের স্বামীর (ফারুক) বক্তব্য নেওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী মারত্মক জখম
পূর্ববর্তী পোস্ট