নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলায় প্রাথমিক স্তরের ২৫ সহস্রাধিক শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে উপজেলাব্যপী বই উৎসবের সূচনা করা হয়। কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
পূর্ববর্তী পোস্ট