কলারোয়া ব্যুরো: কলারোয়ায় স্যালোচালিত ইট ভাঙ্গা মেশিনবাহী বাহন উল্টে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ শ্রমিক। নিহত শাবুর আলি (৩৫) যশোর জেলার শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে কলারোয়া খাদ্য গুদাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদ ভাঙ্গা কাজে ওই বাহনে আসা শ্রমিকরা জানান, তারা কলারোয়ার চন্দনপুর থেকে কাজের উদ্দেশ্যে মহাসড়ক হয়ে মুরারীকাটি গ্রামে যাচ্ছিলেন। তাদের বহন করা বাহনটি খাদ্য গুদাম মোড়ে বাইসাইকেলে আসা এক স্কুল শিশুকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নিজের চালানো বাহনে চাপা পড়ে মারা যান চালক শাবুর আলি। এ দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকদের বাড়িও একই এলাকায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে ।