কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে শনিবার বিকাল সাড়ে ৪টায় কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী ফুটবল ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব বনাম কলারোয়া ফুটবল একাডেমি। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময় করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাভলু ও ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ। খেলার শুরুতে সপ্তগ্রামের রায়হান গোল করে দলকে এগিয়ে নেয় কিন্তু ২০ মিনেটের সময় কলারোয়ার পক্ষে বাবু গোল করে সমতা ফেরায়। পরক্ষণে সপ্তগ্রামের অরুণ আরো একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাবু পেনাল্টির মাধ্যমে গোল পরিশোধ করে খেলায় পুনরায় সমতা আনে। খেলার ৩৫ মিনিটের মাথায় গোলকিপারের হাত ফসকে বলে কলারোয়ার পক্ষে আবদুল্লাহ গোল করে ৩-২ গোলে এগিয়ে যায়। উভয় দলই দ্রুতগতিতে ফুটবল খেলে দর্শকদের আনন্দ দেয়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে খেলাটি উপভোগ্য হয়ে উঠে। নির্ধারিত সময়ে উভয় দলই আর কোন গোল করতে না পারায় ৩-২ গোলে কলারোয়া ফুটবল একাডেমি জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কলারোয়া ফুটবল একাডেমির বাবু। খেলা পরিচালনা করেন কামরুজ্জামান বাবু, সাজু হাওলাদার ও সাজেদুল করিম তপু। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।