কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আনছার আলী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক বাবরসহ স্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং ক্রীড়া শিক্ষকমন্ডলী। এছাড়া সভায় দলগত, ব্যক্তিগত ইভেন্টের খেলাগুলি আগামী ১৬ ও ১৭ জানুয়ারি থেকে জোন পর্যায়ের এবং কলারোয়া উপজেলা পর্যায়ের খেলা আগামী ২০ ও ২১ জানুয়ারিতে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। কলারোয়াতে প্রতিবারের মতো এবারও ৪টি জোন ভাগ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।