প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
কলারোয়ায় যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ। বর্ধিত সভায় যুবদলের সকল নেতা-কর্মীকে সংগঠনের দিকনির্দেশনা ও শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ । মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয় ওই সভায। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রুহুল-আমিন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মিল্টন মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা আবু রায়হান, মোকলেছুর রহমান, মিলন, ইসারুল ইসলাম, রিজাফফার, আসাদুল ইসলাম আসাদ, সুজন, রানা মেম্বার, আকতার, খোরশেদ আলম প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.