কামরুল হাসান।। কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও গণকবর প্রাঙ্গণে বিশেষ মোনাজাত। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া পৌরসভা, কলারোয়া সরকারি কলেজ, কলারোয়া থানা, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া প্রেস ক্লাব, কলারোয়া রিপোর্টার্স ক্লাব, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, আলিয়া কামিল মাদ্রাসা, কাজীরহাট কলেজ, হাজী নাছির উদ্দীন কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, হাবিবুল ইসলাম কলেজ, ফায়ার সার্ভিস স্টেশন, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, শিশু ল্যাবরেটরি স্কুল, এম আর ফাউন্ডেশন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া উপজেলা স্কাউটস, পাবলিক ইনস্টিটিউট, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, গদখালী যুব সংঘ, বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
মাল্যদান শেষে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১১ টায় বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল মসজিদ, মন্দির গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনাসহ হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়। এদিকে, বিকেল ৩টায় কলারোয়া ফুটবল ময়দানে প্রীতি ফুটবল খেলা শেষে বিকেল ৪টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

