কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ শে মার্চ শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, থানা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।
শ্রদ্ধাঞ্জলিতে ও সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আ'লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। বক্তারা, মানবসভ্যতার ইতিহাসে ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত নিরীহ- নিরস্ত্র বাঙালি হত্যার লোমহর্ষক ইতিহাস তুলে ধরেন।