
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মস‚চির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে অমর একুশের প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। শহিদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংগ দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। একুশের রাত ১২টা ১মিনিটের পর পরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার কেন্দ্রীয় শহিদ মিনার।
উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি গাজী, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আ.লীগের পক্ষে সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস হাইস্কুলে পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে এড, শেখ কামাল রেজা, প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষে সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কর্মকর্তা প্রভাষক আল কামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেষাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া।
এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে প্রভাতফেরি শেষে শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব প্রমুখ। শেষে শিল্পকলা একাডেমির পরিচালনায় ক্ষুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সংগীত অনুষ্ঠানটি পরিচালনায় শিল্পী শিলা রানী হালদার।