
কামরুল হাসান।। কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪আগস্ট) দুপুরের দিকে উপজেলার ব্রজবাকসা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম। অভিযানের সময়
ব্রজবাকসা বাজারে মেসার্স সরদার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে মো. আবু সাইদ (৪৮) কে লাইসেন্স বিহিন সার বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ও ৮(২) ধারার অপরাধে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট মামলা নং- ৩১/২০২৫।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, ইউএনও অফিসের এম এ মান্নানসহ পুলিশ সদস্যবৃন্দ।