কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস উৎযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র দ্বি-তল ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উৎযাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, পৌর কর্মকর্তা মাহাফুজুর রহমান, নিউজ অফ কলারোয়া’র প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, তরিকুল ইসলাম, সেলিম খান, রাসেল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবুন্দ। সব শেষে অতিথিবৃন্দ কেক কেটে একে অপরের মিষ্টি মুখ করিয়ে আপ্যায়ন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক সাংবাদিক শেখ শাহাজাহান আলী শাহিন।