প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
কলারোয়ায় বিজিবির অভিযানে ১০বোতল ভারতীয় মদ জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ চোরাচালান বিরোধী অভিযানে কলারোয়া সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে কলারোয়া কাদপুর সীমান্ত থেকে মদ আটক করা হয়। তবে এসময় পালিয়ে গেছে চোরাকারবারী বলে জানিয়েছ বিজিবি। সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া থানার কাদপুর নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন খবর পেয়ে বিজিবির এক টিম সেখানে অভিযান চালায় ।এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.