সেলিম খান, কলারোয়া উপজেলা প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নে সহযোগী মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দেয়াড়া ইউনিয়নের খরদো বাজার প্রাঙ্গণে আওয়ামী লীগ অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাস্টার ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সহযোগী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জিএম নুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, আহ্বায়ক জামিলুর রহমান সুমন, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা এড. জামিনিকান্ত সরকার, সিনিয়র সহ-সভাপতি সযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার এড. আজহারুল ইসলাম, সাতক্ষীর সদর উপজেলা সভাপতি আশরাফ উল বারী খোকন, সাধারন সম্পাদক সুরেশ পান্ডে, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা এড. নুরুন নাহার, জিএম নজরুল ইসলাম, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদের সদস্য রহিম শেখ সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।
কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে সহযোগী মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট