বিশেষ প্রতিবেদক, কলারোয়া:
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কলারোয়া উপজেলা শাখার আয়োজনে রবিবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি অনুষ্ঠানে মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিআরডিবি উপ পরিচালক আবু আফজাল মোহাঃ সালেহ।
এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম.এ সোহেল, কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, কলারোয়া কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহেল রানা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমবায়ী সদস্যরা। অনুষ্ঠানে ২৩০ জন সমবায়ী প্রতিনিধিদের মধ্যে থেকে ভিন্ন ভিন্ন ক্যাটাগেরিতে ৬ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও সকালের জন্য সান্তনা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মফিজুল ইসলাম।