নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার যুগিখালি ইউনিয়নের গোচমারা গ্রামে বারিড পাইপ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর মোঃ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-প্রকল্প পরিচালক জিকেবিএপি কৃষিবিদ মোঃ তৌহিদীন ভূইয়া, যুগিখালি ইউপি সদস্য ডাবলুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুনার রশিদ, কলারোয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার আবরারুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে কলারোয়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বারিড পাইপের মাধ্যমের স্বল্প খরচে চাষ করা যায়। পানি নষ্ট হয় না, ফসল ভালো হয়। যেখানে এই বারিড পাইপ ব্যবহার করা হয়েছে সেখানে ফসল ভালো হয়েছে। লাভবান হয়েছে কৃষক।