রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি চারণ ও তার ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা রুলী বিশ্বাস’র সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রিফাতুল ইসলাম, কৃষিবিদ কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ রনজিত হালদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক প্রশিক্ষণ অফিসার বিল্লাল হোসেন।
কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’র জন্মবার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট