
কলারোয়া উপজেলা প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়ার প্রাণিসম্পদ অফিসের শিশু গাছটির নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের (ভেটেনারি সার্জন) ভিএস সাইফুল ইসলাম কিছু সরকারি দলীয় নেতাকর্মীর মাঝে পাতানো নিলামের আয়োজন করে। ওপেন টেন্ডারের নামে পাঁচজনের বাইরে কোন ব্যবসায়ী বা জনসাধারণকে অংশগ্রহণ করতে দেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ভিএস)সাইফুল ইসলাম। এমন অভিযোগ স্থানীয়দের।
গাছটির বাজার মূল্য লক্ষ টাকা হলেও নামমাত্র দাম নিয়ে নিলাম করেছে প্রাণী সম্পদের কর্মকর্তা। সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞাপনও দেননি এই কর্মকর্তা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই নিলাম কর্যক্রম শুরু করা হয়। এসময় ৫ জন নিলামে অংশ গ্রহণ করেন। কেউ ব্যবসায়ী নয়, সবাই সরকারি দলের নেতা। সরকারি দলের বাইরে কাউকে নিলামে অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি। এমন কি সরকারি নীতিমালা অনুযায়ী ২৫ হাজারের উপরে গাছ নিলামের জন্য স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সেটিও দেওয়া হয়নি।
২৯ নভেম্বর নাম মাত্র কয়েক মিনিটের মাইকে প্রচার দেখিয়ে নিলাম শেষ করেছে প্রানী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভিএস) সাইফুল ইসলাম। পাঁচজনের পাতানো নিলামে ৩২ হাজার টাকা দাম ওঠে ভ্যাটসহ ১৩ পার্সেন্ট দাম আসে ৩৬ হাজার ১৬০ টাকা। সরকারি দম নির্ধারণ করেন ৩১ হাজার টাকা।
এ বিষয়ে কলারোয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ভিএস) সাইফুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তিবর্গের সাথে নিয়ে এই নিলাম কার্যক্রম পরিচালনা করেন। তবে পত্রিকায় কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি স্বীকার করে তিনি বলেন, ২৯ নভেম্বর মাইকিং এর মাধ্যমে আজ নিলামের কার্যক্রম চলেছে। সঠিক ব্যবসায়ীর মধ্যেই গাছ বিক্রি করেছে বলে দাবি এই কর্মকর্তার।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন, কলারোয়া প্রাণী-সম্পদ অফিসের গাছ নিলাম হবে জানতাম। তবে আমি নিলাম কমিটির কেউ না। তবে বিজ্ঞপ্তি দেয়ার নিয়ম আছে কেন দেয়া হয়নি এটা প্রাণিসম্পদ অফিস কর্মকর্তাই ভালো জানবেন।
কলারোয়া প্রাণিসম্পদ অফিসের দুর্নীতির বিরুদ্ধে একাধিক নিউজ হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ অদৃশ্য কারণেই ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত অন্যায়কে ন্যায় করে যাচ্ছেন প্রাণী সম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভিএস)সাইফুল ইসলাম।