
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (৮ ও ৯নং সেক্টর), প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকারের রাজনৈতিক উপদেষ্টা, মমতাজ আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক আব্দুল মজিদ, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাষ্টার দীপক শেঠ, পাবলিক ইনস্টিটিউট সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রয়াত মমতাজ আহমেদের পুত্র আরএম ফরহাদ, জে এম ফাত্তাহ ও জে এম ফরিদ, এড. আছাদুজ্জামান দিলু। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সন্তোষ কুমার পাল, কবি হায়দার আলি শান্ত, কবি আবু বক্কার সিদ্দিক, হারুণ- অর- রশিদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক রাজ, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভিসহ সুশীলজন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব।