কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় এই প্রথম পরিবেশ বান্ধব ও নিরাপদ পূর্ণাঙ্গ এলপিজি অটোগ্যাস স্টেশনের কার্যক্রম শুরু হলো। নামকরণ করা হয়েছে 'কাব্য এলপিজি অটোগ্যাস স্টেশন'। বুধবার বেলা ১১ টায় কলারোয়া পৌর সদরের গোপিনাথপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্বে অবস্থিত 'কাব্য এলপিজি অটোগ্যাস স্টেশন'র উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। অটোগ্যাস স্টেশনের সত্ত্বাধিকারী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন তালার নগরঘাটার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সরদার জিল্লুর, জুলফিকার আলী, শেখ রাজু রায়হান, সেলিম খান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, আলামিন গাজী প্রমুখ।