
কামরুল হাসান।। কলারোয়ায় পানিতে ডুবে তিন বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী শিশু সিফাত রায়টা গ্রামের সেলিম হোসেনের একমাত্র ছেলে। প্রতিবেশিরা জানান, ওই দিন দুপুরে শিশু সিফাত বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে তাকে খুঁজে না পেলে স্বজনরা খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমাস অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্বজনরা। সঙ্গে সঙ্গে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশু সিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।