
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় পানিতে ডুবে মরিয়ম নামে তিন বৎসর বয়সী এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে সকলের অজান্তে খেলতে খেলতে ৩ বছরের অবুঝ শিশু মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী পুকুর ধারে যায়। এক পর্যায়ে পাইলিং করা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর দেখতে পায় মরিয়মের দেহ পুকুরের পানিতে ভাসছে।
তাৎক্ষণিক তাকে পানি থেকে তুলে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। মরিয়ম লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুস সালাম গাজীর মেয়ে। শিশু মরিয়মের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।