কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সাতক্ষীরা ১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী পথসভায় বাবা ফিরোজ আহম্মেদ স্বপনের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন ছেলে আহমেদ ইমতিয়াজ করিম উচ্ছ্বাস। গতকাল বিকালে কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডে আমানুল্লাহ শেখের চাতালে অনুষ্ঠিত নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত পথসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের ছেলে আহমেদ ইমতিয়াজ করিম উচ্ছ্বাস দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে বাবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। মেডিকেলের শিক্ষার্থী উচ্ছ্বাস বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন। পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মহিলা কাউন্সিলর দিথী খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা আবু মুহিত, আলি হোসেন, রুহুল কুদ্দুস বাবলু, শওকত আলী, আব্দুল খালেক, কামরুল ইসলাম, যুবলীগ নেতা মিন্টু, রিপন, তবিবর রহমান, সুমন হোসেন, অহিদ, চঞ্চল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শহীদ আলি ও সাবেক সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম।