সাতনদী ডেস্ক: কলারোয়ায় নাশকতা মামলায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন গাজনা গ্রামের মৃত ইমান আলী সানার ছেলে মফিজুর রহমান (৪৩), ওমর আলী সানার ছেলে আব্দুল মালেক (৪০), তরুলিয়া গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে দবীর উদ্দিন (৪২), ফয়জুল্লাহপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে কামরুজ্জামান@শাহীন (৪২), মৃত ইন্তাজ আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), সোনাবাড়ীয়া গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের ছেলে মিলন@শাহানুর (৪২), ব্রজবাকসা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আমানুল হক (৪৮), চান্দুড়িয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে সালাম মাহমুদ (৪০), কাদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে আতাউর রহমান (৪০), রুদ্রপুর (তেলকাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাগাডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে সাইকুল ইসলাম (৫০), আশরাফ আলী গাজীর ছেলে আস্তানুর রহমান (৫০), দেয়াড়া (দফাদার পাড়া) গ্রামের আব্দুল বারীর ছেলে মো. কবির আহমেদ (৫০)।