কলারোয়া ব্যুরো: কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের সম্প্রসারিত নতুন ভবনে ইউএনও'র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ইউএনও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কে.এম আনিসুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সুজাউল হক, জুলফিকার আলী, এসএম জাকির হোসেন, জাহাঙ্গীর আলম লিটন, জাহাঙ্গীর হোসেনসহ কলারোয়ায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।