প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
কামরুল হাসান।। কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়লা, জালালাবাদ ও জয়নগর ইউনিয়ন বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল মযদানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফল করতে বুধবার বিকেলে কয়লা ইউনিয়ন পরিষদে কয়লা ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু। কয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সহ-সভাপতি মো: রফিক মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, মেহেদি হাসান রাজু, আলমগীর কবির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব হামিদুর রহমান প্রমুখ। এছাড়া বুধবার রাতে জালালাবাদ ও জয়নগরে অনুরূপ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.