কলারোয়া ব্যুরো: দেড়কোটি টাকা ব্যয়ে কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের বহুতল বিশিষ্ট চারতলা ভবনের প্রথম তলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ওই ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা জেলা সহকারী প্রকৌশলী আবু জায়েদ, কলেজ অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস, কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স.ম মোর্শেদ আলী ভিপি, হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, যুগীখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মফিজুল ইসলাম লাভলু, ইউপি সদস্য ফরিদ প্রমুখ। ভিত্তি প্রস্তরের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার হেলাতলা ইউনিয়নে হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন কলারোয়া পৌরসদরের বাসিন্দা প্রয়াত কাজী আব্দুল ওহাব। তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা জানান কলেজ কর্তৃপক্ষ ও অতিথিরা। কম্পিউটার অপারেশন ও মানবসম্পদ উন্নয়ন এ দুইটি ট্রেডে শিক্ষার্থীরা পাঠদান করছে টেকনিক্যাল কলেজটিতে। দীর্ঘদিন যাবত যে শ্রেণিকক্ষ সংকটে ব্যাপক সমস্যার ভিতরে ছিল কলেজ কর্তৃপক্ষসহ শিক্ষার্থীরা তা অতি দ্রুতই সমাধান হবে এমনটাই জানিয়েছেন অতিথিরা। কলেজের বাংলা বিভাগের শিক্ষক খালিদ হোসেন ভিত্তি প্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালন করেন।