
মোঃ ইমরান সরদার, কলারোয়া: কলারোয়া ৯নং হেলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাফরপুর গ্রামে জোর-জবরদখল করে সন্ত্রাসীবাহিনী দিয়ে ফসলি জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রে জানা গেছে, কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাকিম ও তার ছেলে তাহছিনসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল যোগে ছুরি,রাম দা,শাপল নিয়ে জাফরপুরের মৃত নুরআলী মুফতির ছেলে জিয়াদ মুফতির (৭০) ফসলি জমিতে যেয়ে সন্ত্রাসী কায়দায় ইট সিমেন্টের খুটি পুতে জমির মালিকরে বলে,এই জমিতে আসলে কুপিয়ে জখম করে দেবো বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
জমির মালিক জিয়াদ আলী বলেন, “জমিটা আমার বাপ-চাচাদের বিনিময় সম্পত্তি, সেই হিসেবে পৈত্রিক সূত্রে ৪০/৪৫ বছর আমি এই জমি ভোগ দখল করে আসছি, কিন্তু বিনিময়কারী ওয়ারেশ শামসের এর মেয়ে পওয়ার এটর্নি রেকর্ড করে তার জামাই সোহাগের নামে লিখে দিলে সোহাগ এই জমি দখলের চেষ্টা চালায়, তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর এই জমিতে ১৫০ ধারায় মামলা চলমান থাকে। কিন্তু রবিবার(২২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে মামলার আদেশ অমান্য করে হাকিম ও তার ছেলে তাহছিন দলবল সহ দেশীয় অস্ত্র নিয়ে জমিতে যেয়ে খুন জখমের হুমকি দিয়ে খুটি পুতে দিয়ে আসে”। এমতাবস্থায়,প্রকৃত জমির মালিক জিয়াদ আলী স্থানীয় জনপ্রতিনিধি ও আদালতের নিকট তার জমি ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন।