কলারোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদ্য ঘোষিত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (৫ নভেম্বর) সকালে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করে ব্যাপক জনসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এসময় তার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাবিবুল ইসলাম হাবিব পৌরসভার ৯নং ওয়ার্ড মির্জাপুরের আংশিক এলাকা (পশ্চিম পাড়া) ঘুরে প্রতিটি বাড়ির দরজায় কড়া নেড়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি এসময় অত্র এলাকায় তাঁর সময়ে করা রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সেই সাথে আগামীতে নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রতিশ্রুতি দেন।
জনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক পৌর কাউন্সিলর প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ নুরুল হুদা, আমান উল্লাহ শেখ, আইয়ুব হোসেন পিন্টু, সাবেক ছাত্রদল নেতা মামুন কবির, পৌর কৃষকদলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, শাহাবুদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক প্রভাষক আ.সালাম দিলু, যুবদল নেতা বিল্লাল, হাবিব, মাসুম বিল্লাহ, আলি হাসান, ছাত্রদল নেতা গোলাম বারী,আক্তারুল ইসলাম প্রমুখ। নির্বাচনী গনসংযোগকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পৌরসভার উত্তর মুরারীকাটি গ্রামের একাংশে এবং মির্জাপুর পশ্চিমপাড়ার বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।