নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহন করেন। প্রশিক্ষনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনা করলে প্রান্তিক অসহায় মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের আইনীসেবা নিশ্চিত করতে হবে। পরে তিনি গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করার নিয়ম সম্পর্কে আলেচনা করেন এবং অংশগ্রহনকারীদের পাচটি গ্রুপে ভাগ করে ইউনিয়ন থেকে উপজেলায় প্রেরনকৃত ফরম ১৭ হাতে কলমে অনুশীলন করান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ফরম উপজেলায় প্রেরনের নির্দেশে দেন। পরে প্রশিক্ষন শেষে তিনি সকল ইউপি চেয়ারম্যানদের হাতে গ্রাম আদালতের ফরম ফরমেট তুলে দেন। দিনব্যাপী ডিএমআইই প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ। এসময় তিনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতার অনুরোধ জানান। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের সহকারি প্রশাসনিক কর্মকর্তা ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র।