প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন
কামরুল হাসান: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, একতা ও শৃঙ্খলার মধ্যে সম্মিলিতভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের মন জয় করেই ভোট প্রার্থনা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সম্মেলনের সমন্বয়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি প্রমুখ। এছাড়া সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৯ টি ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি পদে সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.