কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি এলাকার ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে ওই প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাস এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ড. মোহাম্মাদ হুমায়ন কবীর। এসময় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী কৃষি অফিসার নাজসুল মোড়ল, গৌরাঙ্গ জোয়াদ্দার প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০জন কৃষক-কৃষাণীর মধ্যে সাটিফিকেট প্রদান করা হয়। কন্দাল ফসল উৎপাদনকারী কৃষক-কৃষাণীর মধ্যে সাটিফিকেট বিতরণ করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া।