দীর্ঘদিন পর এক ছায়ার নিচে একত্রিত ডজনখানেক শ্রমিক সংগঠন
ফারুক হোসেন রাজ :আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে কলারোয়ায় বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত, ঐক্যবদ্ধ অংশগ্রহণ এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয়। প্রায় দেড় যুগ পর উপজেলার নানা প্রান্ত থেকে আগত শ্রমিকরা একত্রিত হয়ে দিবসটি উদযাপন করেন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে।ইতিপূর্বে কলারোয়ায় মে দিবস খণ্ড খণ্ডভাবে ও পৃথকভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে উদযাপিত হলেও এবারের আয়োজন ছিল ভিন্নতর। ডজনখানেক শ্রমিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে দিবসটি উদযাপনের চিত্র যেন শ্রমিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ফলে শ্রমজীবী মানুষের মাঝে গড়ে ওঠে সংহতি, যা অতীতে বিরাজমান বিশৃঙ্খলার পরিবর্তে এবার প্রাণবন্ত ও শৃঙ্খলিত পরিবেশে পরিণত হয়।বৃহস্পতিবার (১ মে) সকাল ৭টা ৩০ মিনিটে কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কলারোয়া উপজেলা শাখার ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নির্মাণ, দর্জি, ইলেকট্রিশিয়ান, রিকশা-ভ্যান চালক, কৃষি, হোটেল, ও পরিবহনসহ নানা ট্রেডভুক্ত শ্রমিক সংগঠন। র্যালি শেষে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মতিউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ড. খান মিজানুর রহমান সেলিম বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে শুধু দাবি নয়, প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ ও সচেতনতা। দক্ষতা ছাড়া শ্রমের মূল্য প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি শ্রমিকদের পেশাগত প্রশিক্ষণ ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির উপর জোর দেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, কলারোয়া পৌর জামায়াতের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাবু, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্মাণ ট্রেডের সহ-সভাপতি ইসরাফিল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি আবু সুলাইমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মশিউর রহমান, কৃষি ট্রেডের সভাপতি ইলিয়াস কবির প্রমুখ।বক্তারা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার দাবি জানান।
বিশেষজ্ঞ মহল মনে করছেন, কলারোয়ায় এবারের মে দিবস উদযাপন একটি মাইলফলক, যা ভবিষ্যতের শ্রমিক আন্দোলন ও উন্নয়নকে নতুন মাত্রা দেবে।