প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার
কামরুল হাসান: কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক হাসান আলী (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের মৃতঃ সিরাজুল নেদু সরদারের জামাতা।
নিহতের চাচাশশুর আজহার সরদার জানান, হাসান আলীর বাড়ি কুষ্টিয়ায়। সে প্রায় ৪০বছর যাবত শশুরালয়ের পাশেই বসবাস করে। তার ১ ছেলে ৩ মেয়ে আছে। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান, তার লাশ পাওয়া গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.