
নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় সরকারিভারে আমন ধান চাল সংগ্রহ ২০২২-২৩ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় কলারোয়া খাদ্য গুদামে ফিতা কেটে আমন ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা-কলারোয়ার সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ বেগম, আ.লীগ নেতা রবিউল ইসলাম মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মিলার মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক প্রতিনিধি আতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা ও মিল মালিকগন প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আমন মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ৫৯৫ মেট্রিক টন। প্রতি কেজি ২৮ টাকা দরে ক্রয় করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪২ টাকা করে ৫৭৪ মেট্রিক টন চালের চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।