কলারোয়া ব্যুরো: “নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে কলারোয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে র্যালি, মানববন্ধন ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কলারোয়া-যশোর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রসাশন ও মহিলা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া থানার তদন্ত (ওসি) ফকির তাইজুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ইন্সট্রাক্টর বিলাল হোসেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন এনজিওর সদস্যও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।