কলারোয়া ব্যুরো: কলারোয়ায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন এবং আলোচনা সভা। শনিবার সকাল ১০ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এরপর উপজেলা পরিষদ চত্বরে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার পরিদর্শক(তদন্ত) ফকির তাইজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশেকুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সহ-সভাপতি কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সাইদুজ্জামান লাভলু, সাইফুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষার্থী । সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।