কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে কাদপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুমের শ্বশুরালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, উপজেলা আ. লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাতক্ষীরা সরকারি সিটি কলেজের প্রফেসর ইউনুস আলি, নাভারন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ, প্রফেসর সাজাহান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শিক্ষক সাজাহান কবির, মজনুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ ও মুসল্লীগণ। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আব্দুল্লাহ আল মামুন।