কামরুল হাসান, কলারোয়া থেকে: কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে পৃথক পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. জহুরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ, মহিলা বিষযক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক যুবদল নেতা তাওফিকুর রহমান (সঞ্জু), যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, কাজী সিরাজ, ফায়ার সার্ভিস কমান্ডার হুমায়ূন কবিরসহ উপজেলা সরকারি দপ্তরের প্রধানগণ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধিবৃন্দ। পরে একই ভ্যেনুতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালানসহ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় এবং অপরাধমূলক কর্মকান্ড রোধের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।