
ইয়ারব হোসেন: পুলিশের অভিযানে ৪১৫ পিচ ইয়াবাসহ মাদকের এক বড় মাপের ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া থানার পুলিশ উপজেলার ঝিকরা এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকের ডিলারের নাম আছাদুল ইসলাম। সে কলারোয়া উপজেলার কুমুরনল গ্রামের ছিফাত আলীর ছেলে।
কলারোয়া থানার ইন্সপেক্টর রাজিব হোসেন জানান পুলিশ গোপনে জানতে পারে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উপজেলার ঝিকরা এলাকায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এস আই রাজ কিশোর পাল ও এ এস আই সাগর আলীর নেতৃত্ব আছাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৪১৫ পিচ ইয়াবা।
একটি সুত্র বলছে আছাদুল বড় মাপের মাদকের ডিলার।তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে মাদক ব্যবসায়ী ঝিকরার রিংকুর বাড়ি থেকে গ্রপ্তার করা হয়। আছাদুলের বিরুদ্ধে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।