ইমরান সরদার, কলারোয়া: কোভিড-১৯,করোনা ভাইরাস সংক্রমন রোধে এবং এ থেকে জনসাধারণ কে রক্ষা করতে সরকার দ্বিতীয় বর্ষের প্রথম লকডাউন এ সতর্কতামূলক বিভিন্ন কর্মসূচি দিয়ে নির্দেশনা জারী করেছেন। সরকারের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠন এবং সংস্থাগুলো নিজস্ব উদ্যোগে করোনা সতর্কতার প্রচার প্রচারনা চালাচ্ছেন। বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকাল থেকে কলারোয়া বাজার কমিটি'র উদ্যোগে বাজার এলাকায় জনসচেতনতা মূলক করোনা ভাইরাস সংক্রান্ত লিফলেট বিতরন এবং প্রচার মাইকিং এর মাধ্যমে জনসাধারন কে সচেতন করা হয়। এতে নেতৃত্ব দেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি'র সভাপতি-আলহাজ্ব মোঃ আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক- মোঃ আলীমুর রহমান। প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে ও মাইকিং করে জনসচেতনা সৃষ্টি করা হয়, জানানো হয় নিত্যপ্রয়োজনীয় যেসকল দোকান সীমিত আকারে খোলা রয়েছে সেগুলো সন্ধ্যা ৬ টার পর বন্ধ রাখতে, শুধুমাত্র ঔষধের দোকান ব্যতীত অন্য কোন দোকান খোলা থাকলে তাহার প্রতি আইনগত ব্যবস্থা নেয়া হবে, একই সাথে বিনা প্রয়োজনে সর্বসাধারণকে ঘরের বাইরে না এসে বাড়িতে অবস্থানের জন্য তাগিদ দেয়া হয়। প্রচার অভিযানে অংশ নেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি'র সহ সভাপতি আশফাকুল রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী প্রমূখ।