নিজস্ব প্রতিবেদক: করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। মঙ্গলবার বেলা ১১টার সময় সাতক্ষীরার ইটাগাছা হাট বাজার মোড়ে এডাব ও স্বদেশের সহায়তায় মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবুল, মাধব চন্দ্র দত্ত, নিত্যা নন্দ সরকার, কমরেড আবুল হোসেন, রবিউল ইসলাম রবি, ফারুক রহমান, কাজী আকতারুজ্জামান মহব্বত, ডাঃ সদয় কুমার মল্লিক, আলী নুর খান বাবলু, আবুল কালাম আজাদ প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে ৫০০ ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার জন্য জনসাধারনকে অনুরোধ জানান।