
নিজস্ব প্রতিবেদক :
বুধবার সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত এবং সাতক্ষীরা বিএমএ এর সভাপতি ডাঃ আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনোয়ার হোসেন সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা মোকাবেলার জন্য একটি মতবিনিময় সভা করেন এবং তারপর তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আর একটি মতবিনিময় সভা করেন হাসপাতাল পরিচালক ডাঃ রফিকুল ইসলাম এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান এর সাথে, এবং উক্ত সভার সিদ্ধান্ত হয় যে, সদর হাসপাতাল থেকে করোনা সন্দেহভাজন রুগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে তার ট্রিটমেন্ট চলবে, তারপর পরীক্ষা নিরীক্ষার পর করোনা সনাক্ত হলে তাকে আইসোলেশন করা হবে এবং প্রয়োজনে সিসিইউ তে পাঠানো হবে|
তারপর তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এর করোনা ইউনিট এবং সিসিইউ , আইসিইউ পরিদর্শন করেন| এবং প্রতি বুধবার মতবিনিময় সভার মাধ্যমে করোনা পরিস্থিতি এবং করনীয় বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান|
উক্ত মিটিং এ আরো উপস্থিত ছিলেন ডাঃ কাজী আরিফ আহমেদ ( বিভাগীয় প্রধান, মেডিসিন) সহ মেডিসিন বিভাগের অন্যান্য চিকিৎসক, ডাঃ সামসুর রহমান, ডাঃ রাশেদুজ্জামান, ডাঃ হুমায়ুন কবির, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সহ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী |