অনলাইন ডেস্ক :
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় কক্সবাজারের টেকনাফের নিবন্ধিত নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজার জেলা সমন্বয়ক কমান্ডার এম রাজিবুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টহল দল এই প্রচারণা চালায়।
এই টহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আছাদুজ্জামান ইমরান ও লে. তৌকির আহমেদ।
নৌবাহিনীর জেলা সমন্বয়ক কমান্ডার এম রাজিবুল ইসলাম বলেন, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ এলাকা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। এখানে অল্প পরিসরে জনঘনত্বের লোকজনের বসবাস। যদি এখানে কারো ‘করোনা ভাইরাসে আক্রান্ত’ হয়, সেখান থেকে সবখানে ছড়িয়ে পড়ার ঝুঁকি সব চেয়ে বেশি।
তিনি বলেন, এই প্রেক্ষিতে আমাদের এখন সবার উচিত হবে কোনোভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে যেন লোকজন বেরিয়ে আসতে না পারে। নৌবাহিনী ক্যাম্পে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশপাশি স্থানীয় মসজিদের ঈমাম, মাদ্রাসার প্রিন্সিপলসহ বিভিন্ন স্থরের মানুষের সাথে কথা বলেছি তারা যেন স্ব স্ব এলাকায় করোনা বিষয়ে মানুষকে সচেতনতা সৃষ্টি করে।