জি,এম আমিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর থেকে: কোভিড-১৯ সংক্রমন রুখতে শ্যামনগরের সদর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। শ্যামনগর উপজেলার এখন বর্তমানে পৌরসভায় রুপান্তর হয়েছে। ডিজিটাল শ্যামনগর গড়ার লক্ষে দৃঢ় অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ শ্যামনগর সদর চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু।
তিনি নিজের অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমনের কারনে হোম কোরেন্টাইনে থাকা ১ হাজার পরিবারকে খিচুড়ী রান্না করে বাড়ীতে বাড়ীতে পাঠিয়ে দেন। মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডওয়াস্ বিভিন্ন বাজারঘাটে আসা মানুষদের মাঝে বিতরন করেন। ১২৪ ধারণক্ষমতা সম্পন্ন একটি প্রতিষ্ঠানিক কোরেন্টাইন সেন্টার তৈরি করেছেন। যাদের প্রতি সাঝের খাবার নিজ পরিষদ থেকে দেবেন। যারা বাইরে থেকে আসছে তাদেরকে হোম কোরেন্টাইন সুনিশ্চিত করে তাদের সুবিধা অসুবিধা দেখছেন। সদরের বাজারগুলোতে মনিটরিং করছে ইউনিয়ন পরিষদের সচিব নিজেই। ইউনিয়নে সব মিলিয়ে ৫৪ জন সেচ্ছাসেবী কাজে নিয়োজিত। তারা প্রতিনিয়ত বাড়ীতে গিয়ে হোমকোরেন্টাইন সুনিশ্চিত করছে। নিজের অর্থায়নে পরিষদ থেকে প্রতিদিন ২০০ জনকে ৫ কেজি চাল, ১ কেজি আলু একটি করে ব্যাগে করে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু বলেন, আমি চেষ্টা করছি এই দূর্দিনে মানুষের পাশে দাঁড়াতে। আল্লাহ রহমতে আমরা করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পাবো।
করোনা ভাইরাস সংক্রমন রুখতে শ্যামনগর সদর চেয়ারম্যানের নানাবিধ কার্যক্রম
পূর্ববর্তী পোস্ট