
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ শ্যামনগরে করোনা ভাইরাস এর শংকা, সতর্কতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস এর শংকা, সতর্কতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান এর সঞ্চালনায় উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।
এসময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, সহকারী সার্জন ডা. মো. তৌহিদুর রহমান, বারসিক এর গবেষক ও পরিচালক পাভেল পার্থ, বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সিডিও ইয়ুথ টিম নির্বাহী কমিটির সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানসহ বারসিক, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, এসএসএসটিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।