আহাদুর রহমান/ আল মাহফুজ:
করোনা রোগীর স্যখ্যানুপাতের বিবেচনায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বসছেনা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে স্বাভাবিক নিয়মে পিসিআর ল্যাব স্থাপন হবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার ২ মে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিকাল ৩টার সময় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন। এর পূর্বে জেলা করোনা কমিটির এক বিশেষ সভায়ও উপস্থিত ছিলেন শেখ ইউসুফ হারুন।
[embed]https://youtu.be/iOXLc8e0WOw[/embed]
প্রেস ব্রিফিংএ তিনি আরও বলেন, ত্রান বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে মানসম্পন্ন মেডিকেল ইকুইপমেন্টের বিষয়ে তিনি বলেন, সবকিছুই মানসম্পন্ন আছে। পিসিআর ল্যাবের বিষয়ে সাতক্ষীরার করোনা রোগীর সংখ্যা কম বলে মতামত দিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজ হিসাবে এখানে স্বাভাবিক নিয়মে পিসিআর ল্যাব বসবে। তবে এখন নয়। সাংবাদিক রামকৃষ্ণের ত্রানের অপ্রতুলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাদ্দের পরিমান বৃদ্ধি করা হবে। সাংবাদিক এ্যাডভোকেট আবুল কালাম আজাদের শ্রমজীবি মানুষের দুঃখ দুর্দশার প্রশ্নের জবাবে সচিব বলেন, সরকার সাধ্যমত চেষ্টা চালাচ্ছে যাতে কোন সংকট না হয়। ইতোমধ্যে ত্রান তৎপরতাও চালানো হচ্ছে। সরকার লকডাউন শীথিল করতে যাচ্ছে। শ্রমজীবী মানুষ কমবেশী কাজ করারও সুযোগ পেতে যাচ্ছে ।
সাংবাদিক এম কামরুজ্জামানের প্রশ্ন ছিল, প্রেস ব্রিফিং এর পূর্বে করোনার ওপর অনুষ্ঠিত বিশেষ সভায় কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জবাবে সচিব বলেন, জনপ্রতিনিধিদের সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে আমদের কি কি প্রয়োজন তা স্বাস্থ্য বিভাগ থেকে শুনেছি। একই সাথে লকডাউন পরিস্থিতিতে আমরা কি কি করব এটা নিয়েও আলোচনা হয়েছে। যদি জাতীয় পর্যায়ে এমন হয় যে লকডাউন প্রত্যাহার করতে হবে তাহলে শ্রমজীবী মানুষের জন্য সেটি কিভাবে করা যায় এটা নিয়েও আলোচনা হয়েছে। ত্রান বিতরণ নিয়েও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। সাতক্ষীরা জনসংখ্যা অনুযায়ী আমরা যে ত্রান পেয়েছি এগুলো কম। এটি নিয়ে আমরা সরকারকে জানাব, সরকার হয়তো আরও বরাদ্দ দিবে। ত্রানের দূর্নিতি এটি সাতক্ষীরায় এখনো ঘটেনি। তবে ভবিষ্যতে ঘটবেনা এটা ভাবা যাবে না। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। যদি কেউ সরকরি ত্রান নিয়ে নয়-ছয় করতে চায় আমরা কোনভাবেই তাদের ছাড় দিবনা।
এদিকে প্রেস ব্রিফিং এর পূর্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা কমিটির এক বিশেষ সভা হয়। শনিবার (০২ মে) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।
এর আগে সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার ব্যবস্থাপনার অর্থ দ্বারা করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা সমন্বয়ক জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব শেখ ইউসুফ হারুন, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসকব এস এম মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।