
হাফিজুর রহমান: কালিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক আলহাজ্ব প্রফেসর ডাঃ এ কে এম মুজিবুর রহমান(৬২) করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নাল্লিাহি অইন্নালিল্লাহি রাজিউন)।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫.২৫ মিনিটের সময় সকল কে কাদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলীর পুত্র।
গত ২১ মে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ) ভর্তি হন। সেখানে কিছু দিন চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। কয়েকদিন পরে তিনি আবার অসুস্থ্য বোধ করলে পুনরায় ঢাকা সামরিক হাসপাতালের জরুরী বিভাগে আইসোলশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিনি ঢাকা সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে উপজেলাবাসী একজন অভিভাবক ও সেবক কে হারালেন। পুরা মথুরেশপুর ইউনিয়ন কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন ঘোষনা করে তার লাশ দাফনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা। লাশ সড়ক পথে এসে পৌছালে করোনা আচারণ বিধি মেনে জানাযা এবং দাফন সম্পন্ন হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঢাকা হতে কালিগঞ্জের পথে ছিল।