
কলারোয়া ব্যুরো: করোনায় প্রাণ গেলো কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা শেখ কামরুল ইসলামের (৫৫)। সোমবার ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কলারোয়ার অতিপরিচিত মুখের এই মানুষটি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাই শেখ ইমামুল ইসলাম জানান, মাওলানা শেখ কামরুল ইসলাম দীর্ঘদিন কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও কলারোয়া পৌরসভার ২নং তুলসীডাঙ্গা ওয়ার্ডের বিবাহ রেজিস্টার (কাজী) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ইমাম সমিতির কলারোয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন বলে জানান প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সদ্য প্রয়াত মাওলানা শেখ কামরুল ইসলাম পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের মৃত শেখ আবুল খায়েরের ছেলে। মাওলানা শেখ কামরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃব্ন্দৃ।